চট্টগ্রাম চারুকলা হতে ড্রয়িং এন্ড পেইন্টিং এ স্নাতকোত্তর শেষে শিক্ষকতা করেছেন প্রায় ১ যুগ। ১৯৯৩ সালে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ে যোগদানের মাধ্যমে শিক্ষকতা শুরু। পরবর্তীতে ১৯৯৪ সালে চট্টগ্রাম আর্ট কলেজে শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি তাঁর তৈরী শাড়ী এবং চিত্রকর্মের প্রদর্শনী করতেন। ১৯৯৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০০১ সালে প্রথম এবং ২০০৩ সালে দ্বিতীয় সন্তান জন্ম গ্রহনের পর তিনি ঢাকা থেকে চট্টগ্রাম আসা যাওয়া করতে করতে হাপিয়ে উঠেন। কারন তাঁর স্বামীর বসবাস ছিল ঢাকায়। ২০০৬ সালে তিনি চাকরি ছাড়বেন না কাজ ছাড়বেন এই সিদ্ধান্ত নিতে গিয়ে অবশেষে চাকরি ছেড়ে দেন। চাকরি ছাড়ার পর ২৫০০০ টাকা পুঁজি নিয়ে ১টি মেশিন ও ১ জন কর্মী নিয়ে কাজ শুরু করেন। ২০০৭ সালে নিজস্ব শো-রুম দেন। বেশ ভাল সাড়া পান এবং ফল স্বরুপ ২০০৯ এ FBCCI কর্তৃক সেরা উদ্ভাবকের সম্মাননা অর্জন করেন এই উদ্যোক্তা।