1920x650px cover image
abdul gafur
abdul gafur
ঐতিহ্যবাহী কাঁসার থালাবাসনের ব্যবসা আব্দুল গফুর পেয়েছিলেন পৈতৃক সূত্রে। সেই ঐতিহ্য লালন করে নিজে যেমন হয়েছেন সফল, তেমনি কর্মসংস্থানও করেছেন অনেকের। একদল দক্ষ কর্মীর হাতে তৈরি তাঁর এই সব পণ্য নিয়ে উদ্যোক্তা ছুটে বেরিয়েছেন জেলার পর জেলা। অংশ নিয়েছেন এসএমই মেলা থেকে শুরু করে আরো অনেক প্রদর্শনীতে। কাঁসার প্লেট, গ্লাস, বাটি, চামচ, জগ, কলস, শোপিস ইত্যাদি পণ্যের উৎপাদনের মাধ্যমে উদ্যোক্তা ধরে রাখতে চান দেশের বিলুপ্তপ্রায় এই ঐতিহ্য।